Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ মার্চ শুরু বধির টি-২০ ক্রিকেট

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাঁচ দেশের অংশগ্রহণে আগামী ২১ মার্চ ঢাকায় বসছে এশিয়া বধির টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তানের বধির ক্রিকেটাররা খেলবেন। খেলা হবে মিরপুর সিটি ক্লাব মাঠে। যাদের মুখে ভাষা নেই, শ্রবণ শক্তিও নেই। আকার-ইঙ্গিতেই নিজেদের মধ্যে কথা বলেন। তারাই ব্যাট হাতে জ্বলে উঠবেন মাঠে। তাই টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই পল্টন ময়দানে নীরবে অনুশীলন করছে বাংলাদেশ বধির ক্রিকেট দল। তাদের লক্ষ্য আসরে ভালো করে দেশের মুখ উজ্জ্বল করা। তাই তো বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি ও দলের ম্যানেজার গাজী কামরুল হাসানের চোখ আশার আলোয় ঝিকমিক করছে। ভাষা নেই বলে আকার ইঙ্গিতে তিনি বুঝান, ‘আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক আসরে এর আগেও খেলেছেন। ভারতের মুম্বাইয়ে প্রথম এশিয়া বধির টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শেষ চারে খেলেছিলাম আমরা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছিলো। এবার আমাদের প্রত্যাশা নিজেদের মাঠে শিরোপা জয় করা।’
ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান অবশ্য বধির নন। তিনি স্বাভাবিক মানুষ। আসর নিয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টকে সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা কোনো পৃষ্ঠপোষকতা পাইনি। নিজেদের অর্থায়নেই এশিয়ার পাঁচ দেশকে নিয়ে আয়োজন করছি দ্বিতীয় টি-২০ এশিয়া বধির ক্রিকেট। আসর নিয়ে বেশ উচ্ছ্বসিত ছেলেরা। প্রত্যেক দিনই তারা কঠিন অনুশীলন করছে। আশা করি আমাদের শিরোপা জয়ের লক্ষ্য তারা পূরণ করতে পারবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ