Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিরাপত্তা কর্মীকে হত্যার পর ডাকাতি

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতদের হামলায় নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। ডাকাতরা ৩টি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঁঠালতলা এলাকার আইয়ূব আলীর মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত গফুর খন্দকার (৬০) ওই বাড়ির নিরাপত্তা কর্মী ছিলেন। সে ঠাকুরগাও জেলার রানীসংকর থানার বালিয়া গ্রামের মৃত বাহার খন্দকারের ছেলে। এদিকে ডাকাতদের হামলায় একজন নিহতের খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, ঘটনাটি ডাকাতি নয়, চুরি। চোরেরা বাড়ির নিরাপত্তা কর্মীর হাত, পা, মুখ মাফলার দিয়ে বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। তিনি বলেন, দুটি বাঁশ দিয়ে মই বানিয়ে তিনজন চোর বাড়ির নীচ তলায় প্রবেশ করে। তখন নিরাপত্তাকর্মী দেখে ফেলায় তাকে বেঁধে হত্যা করে। বাড়িতে তিনজন চোরই এসেছিল কিভাবে বুঝলেন এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ওই বাড়িতে বিভিন্ন পোশাক কারখানার কর্মকর্তারা ভাড়া থাকেন। নীচ তলায় আরো মোটরসাইকেল ছিল। তারা শুধু তিনটি মোটরসাইকেল নিয়েছে। এতেই বোঝা যায় চোরেরা সংখ্যায় তিনজন ছিল। তিনি আরো বলেন, যেহেতু এটি হত্যাকা- তাই হত্যা মামলাই হবে। তবে ঘটনার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, ঘটনাটি চুরি বলে মনে হচ্ছে না। ডাকাতির ঘটনা হতে পারে। ডাকাতরা ডাকাতি করতেই এসেছিল। নিরাপত্তাকর্মী মারা যাওয়ায় তারা ভয়ে সামনে যা পেয়েছে তা নিয়েই হয়তো পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তা কর্মীকে হত্যার পর ডাকাতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ