Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে উত্তর প্রদেশে মন্ত্রী গ্রেফতার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক নারীকে ধর্ষণ ও তার মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করার পর ভারতের উত্তর প্রদেশের মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উত্তর প্রদেশের রাজধানী লক্ষেèৗ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুই সপ্তাহেরও বেশি সময় গা ঢাকা দিয়ে ছিলেন প্রজাপতি। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের মধ্যে উধাও হয়ে যান তিনি। এর আগে তাকে গ্রেপ্তারের জন্য উত্তর প্রদেশ পুলিশকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। অভিযোগে বলা হয়েছে, গত বছর অক্টোবর মাসে অভিযোগকারী নারীকে অন্য ছয়জনকে সঙ্গে নিয়ে গণধর্ষণ করেন প্রজাপতি। ওই নারীর ১৬ বছরের মেয়েকেও ধর্ষণের চেষ্টা করেন তারা। সমাজবাদী পার্টির নেতা ও বিধানসভার মন্ত্রী প্রজাপতি এবারের নির্বাচনে আমেথি থেকে নির্বাচন করে হেরে গেছেন। গতবার জিতে মন্ত্রী হয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারের মধ্যে প্রজাপতিকে গ্রেপ্তারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে বিপাকে পড়ে যায় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। বিজেপি অভিযোগ করে, অখিলেশ তার ধর্ষক মন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন। এ ছাড়া নির্বাচনে প্রজাপতির পক্ষে প্রচার চালানোরও অভিযোগ আনে বিজেপি। তবে অখিলেশ অভিযোগ প্রত্যাখ্যান করেন। এবার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন পার্টি সমাজবাদী পার্টির। বিধানসভার মোট ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২৫টি। সেখানে ক্ষমতাসীনরা কংগ্রেসের সঙ্গে জোট করেও পেয়েছে মাত্র ৪৭টি আসন। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ