Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সংঘর্ষে ডজন খানেক আদিবাসী নিহত

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনা সীমান্তের কাছে সামরিক বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষে ডজনখানেক আদিবাসী বিদ্রোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র দ্য গেøাবাল নিউ লাইট অব মিয়ানমার এ কথা জানায়। খবরে বলা হয়, গত ৬ মার্চ স্থানীয় লউক্কাই শহরে হামলা করে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) সদস্যরা। এতে পাঁচজন পুলিশ ও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন। এর পর পরিস্থিতি স্বাভাবিক করতে মার্চের ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত এলাকাটিতে বিশেষ অভিযান চালায় সামরিক বাহিনী। সংবাদপত্রটি জানায়, এমএনডিএএ ও সামরিক বাহিনীর মধ্যে অন্তত ৪৮ বার সশস্ত্র সংঘর্ষ ঘটে। ফলে বেশকিছু আদিবাসী বিদ্রোহী প্রাণ হারান। তবে সংবাদপত্রটি নিহতদের সঠিক সংখ্যা উল্লেখ করেনি। কয়েক দশক ধরে চলমান এ জাতিগত বিবাদ মিটিয়ে মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন দেশটির নেতা অং সান সু চি। সর্বশেষ এ সংঘর্ষে অনিশ্চয়তার মুখে পড়ল সু চির পরিকল্পনা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ