Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যামসাংয়ের লেনদেনে জড়িয়ে আছে যৌনতা ও ক্ষমতার অপব্যবহার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্যামসাং গ্রুপের লেনদেন ঘিরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক কুন হে ও কয়েকজন করপোরেট নির্বাহী। সন্দেহভাজন এসব লেনদেনে জড়িয়ে আছে যৌনতা, ব্ল্যাকমেইলিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। দক্ষিণ কোরিয়ার সরকারি কৌঁসুলিরা সাবেক প্রেসিডেন্ট পার্ক কুন হেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবেন। দুর্নীতির অভিযোগে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে বিশেষ কৌঁসুলির কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। স্যামসাং গ্রুপ থেকে চাঁদা আদায়ে নিজের বান্ধবী চই সুন-সিলের সঙ্গে যোগসাজশের অভিযোগে পার্ক কুন হের বিরুদ্ধে চলতি সপ্তাহে সমন জারি করা হবে। তাকে কখন তলব ও জিজ্ঞাসাবাদ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পার্ক কুন হের বহুদিনের বান্ধবী চই সুন-সিল স্যামসাংসহ দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কনগেøামারেটগুলোর কাছ থেকে বিপুল অংকের চাঁদা আদায় করেছেন। সরকারি আনুক‚ল্যের বিনিময়ে এসব চাঁদা আদায় করা হয় বলে কৌঁসুলিরা অভিযোগ করেছেন। তাদের মতে, প্রেসিডেন্ট থাকাবস্থায় পাক কুন হে তার বান্ধবীকে চাঁদাবাজিতে সহায়তা করেছেন। পাক কুন হের বিরুদ্ধে চাঁদাবাজিতে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ডিসেম্বরে তাকে অভিশংসনের পক্ষে ভোট দেয়। এর ফলে পাক কুন হে প্রেসিডেন্ট হিসেবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারান। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত সপ্তাহে পার্লামেন্টের সিদ্ধান্তের পক্ষে রায় দেন। এতে পাক কুন হে পদচ্যুত হন এবং দায়মুক্তি হারান। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদে আর কোনো বাধা থাকল না। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রসিকিউটরস অফিসের মুখপাত্র জানিয়েছেন, পার্ক কুন হেকে গ্রেফতারের জন্য আদালতের অনুমোদন চাওয়া হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে মন্তব্য জানতে পার্ক কুন হের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পার্ক কুন হে ও চই সুন-সিলকে ৩ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেয়ার অভিযোগে স্যামসাং গ্রæপের সম্ভাব্য ভবিষ্যৎ কর্ণধার লি জায়ে-ইয়োংকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বরত লি জায়ে-ইয়োং কোম্পানির পর্ষদে নিজের ভোটাধিকার বাড়াতে স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন ও চেইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূত করেন। স্যামসাং গ্রুপের এ দুটি প্রতিষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পেনশন স্কিমের (এনপিএস) উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার রয়েছে। একীভবনের পক্ষে এনপিএসের সম্মতি পেতে লি জায়ে-ইয়োং পাক কুন হে ও তার বান্ধবীকে ঘুষ দেন বলে প্রসিকিউশন অভিযোগ করেছে। চই সুন-সিল ও এনপিএসের প্রধানকে নভেম্বর মাসে গ্রেফতার করা হয়েছে। পৃথক খবরে প্রকাশ, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন-হিকে নিয়ে আপত্তিকর এক ভিডিওর নির্মাতাদের সঙ্গে স্যামসাং গ্রুপের সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত হচ্ছে। প্রসিকিউশনের একটি সূত্র গতকাল এ কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কনগেøামারেট স্যামসাংয়ের কর্ণধার লি কুন-হির ভিডিওকে ঘিরে এ কেলেঙ্কারিতে জড়িয়ে আছে দেশটির ১৪তম বৃহৎ কনগেøামারেট সিজে গ্রুপ। অভিযোগ রয়েছে, সিজে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের এক সাবেক কর্মী স্যামসাং কর্ণধারের সঙ্গে কয়েকজন যৌনকর্মীর কথোপকথনের আপত্তিকর ভিডিওকে ভিত্তি করে স্যামসাং গ্রুপ থেকে কয়েক কোটি ওন আদায় করেছেন। স্যামসাংয়ের কাছ থেকে কখন এ অর্থ আদায় করা হয়েছে, তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। খাদ্য, ওষুধ, অবকাঠামো, জৈবপ্রযুক্তি ও বিনোদন খাতের কনগেøামারেট সিজে গ্রুপ ১৯৯৩ সাল পর্যন্ত স্যামসাংয়ের অংশ ছিল। স্যামসাং প্রতিষ্ঠাতা লি বিয়ং-চুল ১৯৫৩ সালে এ গ্রুপের পত্তন করেন। লি বিয়ং-চুলের পুত্র ও স্যামসাংয়ের বর্তমান কর্ণধার লি কুন-হির আমলে প্রতিষ্ঠান দুটি পৃথক পথচলা শুরু করে। কোরিয়া সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম পরিচালিত অনলাইন সংবাদ মাধ্যম নিউজটাপা গত জুলাইয়ে স্যামসাং ও সিজে গ্রুপকে নিয়ে একটি খবর প্রকাশ করে। ইয়োনহাপ, ওয়াল স্ট্রিট জার্নাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ