Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়া সীমান্তে সেনা মোতায়েন রাশিয়ার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লিবিয়া সীমান্তবর্তী মিসরের সিদি বারানি বিমান ঘাঁটিতে বিশেষ বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। একইসঙ্গে কয়েকটি ড্রোনও মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মিসরের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। মিসর-লিবিয়া সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে সিদি বারানি বিমান ঘাঁটির অবস্থান। স¤প্রতি এখানে অনেকটা নিভৃতে রুশ বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। লিবিয়ায় ক্ষমতার পটপরিবর্তনের মাধ্যমে রুশপন্থীদের হাতে ক্ষমতা তুলে দেয়াই রাশিয়ার এমন পদক্ষেপের লক্ষ্য বলে মনে করা হচ্ছে। লিবিয়ায় রাশিয়ার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে অস্বস্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এ খবর নাকচ করে দেয়া হয়েছে। ক‚টনৈতিক সূত্রগুলো বলছে, লিবিয়ার সামরিক বাহিনীর কমান্ডার ৭৩ বছরের খলিফা হাফতারকে ক্ষমতায় আনতেই রাশিয়া এমন কর্মকাÐ চালাচ্ছে। গত ৩ মার্চ বেনগাজির প্রতিরক্ষা ব্রিগেডের হাতে হাফতারের সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে। মিসর সীমান্তে রুশ বাহিনী মোতায়েনের পর নিজ দেশে তৎপরতা বৃদ্ধি করেছে খলিফা হাফতার। দেশের পূর্বাঞ্চলে একাধিক তেলসমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তার অনুগত বাহিনী। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ