মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গণভোটের প্রচার নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে বিরোধে সংযত থাকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি এবং ইইউ এনলার্জমেন্ট কমিশনার জোহানেস হান ওই আহ্বান জানান। কিন্ত এর কোনো মানে হয় না বলে সমালোচনা করেছে তুরস্ক। ইইউ নেদারল্যান্ডসের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। নেদারল্যান্ডসের ক‚টনৈতিক শিষ্টাচার এবং আইন ভঙ্গের বিষয়টিকে ইইউ আমলে নিচ্ছে না বলেও অভিযোগ তুরস্কের। মঘারিনি এবং হান তুরস্ককে বাড়াবাড়ি রকমের বিবৃতি দেয়া এবং পরিস্থিতির আরো অবনতি ঘটায় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। নেদারল্যান্ডস-এ তুর্কি মন্ত্রীদেরকে গণভোটের প্রচার সমাবেশ করতে না দেয়ার জেরে দেশটির কড়া সমালোচনা করাসহ একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।