Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইল পৌরসভায় ৫৩ প্রকল্প বাস্তবায়নে ২ কোটি টাকা বরাদ্দ

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল পৌরসভা এলাকায় বাস্তবায়নের জন্য ২০১৬-২০১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (থোক ও বিশেষ বরাদ্দ) ৫৩টি প্যাকেজের কাজ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে উক্ত প্রকল্প বাস্তবায়ন করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের সিডিউল বিক্রয়ের শেষ তারিখ ২২ এবং দরপত্র দাখিলের তারিখ ২৩ মার্চ বেলা ১ ঘটিকা পর্যন্ত। নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া জানান, অত্র পৌরসভার তালিকাভুক্ত এবং হালনাগাদ নবায়নকৃত ঠিকাদারগণ দরপত্র ক্রয় করতে পারবেন। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ ও ২০০৯ সংশোধনী অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। এক প্রশ্নের জবাবে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহানূর আলম জানান, ফান্ডের স্বল্পতার কারণে ৫৩টি প্রকল্পের কাজের টেন্ডার গ্রুপওয়ারী পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নান্দাইল

৩০ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ