Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শততম টেস্টের সামনে দাঁড়িয়ে অন্য এক শিহরণ

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

শামীম চৌধুরী কলম্বো (শ্রীলঙ্কা) থেকে : কলম্বোবাসীর অনেকের কাছেই  পি. সারা ওভাল অচেনা। টুক টুক ড্রাইভারদের গুগল ম্যাপ দেখিয়ে চিনিয়ে নিতে হয় ভেন্যুটিকে। তামিল ক্রিকেট ইউনিয়ন অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের এই মাঠটি কালের সাক্ষী, অজি লিজেন্ডারি ডন ব্রাডম্যানের পায়ের স্পর্শ পেয়েছে ভেন্যুটি। শ্রীলঙ্কার অভিষেক টেস্টের ৩৫ বছর পূর্তি হয়ে গেছে ২৮ দিন আগে, এই ভেন্যুতেই বাংলাদেশ খেলতে যাচ্ছে শততম টেস্টÑ অথচ এমন একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকা ভেন্যুটির কোথাও নেই বাংলাদেশের শততম টেস্ট উদযাপনের আবহ! নেই কোথাও পোস্টার, বিলবোর্ডে এমন কিছুর বার্তা! বাংলাদেশ দলের আবাসনের জন্য হোটেল তাজ সমুদ্রায় কমপ্লেক্সে পর্যন্ত বাংলাদেশের এমন মাইলস্টোনের বার্তা নেই!
২০০০ সালের ১০ নভেম্বরে টেস্ট এরিনায় পা দেয়ার শুভ ক্ষণকে স্মরণীয় করে রাখতে আয়োজনের পর আয়োজন, দেশের বাইরে শততম টেস্টে তার ছিটেফোটাও নেই। তারপরও মাইলস্টোন টেস্টের সামনে দাঁড়িয়ে রোমাঞ্চিত বাংলাদেশ ক্রিকেটাররা। সেই শৈশবে, দুর্জয়, আকরাম, বুলবুল, রফিক, হাবিবুলদের অভিষেক টেস্টে দেখে মনের ভেতরে যা লালন করেছেন, দুর্জয়দের সেই উত্তরসূরীদের হাত ধরে ১৬ বছর ৪ মাস ৫ দিনের মাথায় এসে শততম টেস্টের মাইলফলকে পা রাখছে বাংলাদেশ। বাংলাদেশ এমন একটি দিনে শততম টেস্ট উদযাপন করতে যাচ্ছে, যে দিনটি ক্রিকেট বিশ্ব উদযাপন করবে টেস্ট ইতিহাসের ১৪০তম বার্ষিকী!
এমন এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে অন্য এক শিহরণ অনুভব করছে ক্রিকেটারদের সবার। ১১ জন হয়ে যাবেন বিশেষ ফ্রেমে বন্দি। তাতেই আগে-ভাগে অন্য এক উত্তাপ, শিহরণ, রোমাঞ্চ। টেস্ট ইতিহাসের এমন একটি মাইলস্টোনের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে মুশফিকও হয়ে যাবেন ইতিহাসের অংশ। তাই অবচেতন মনে অন্য এক ভালোলাগা অনুভব করছেন বাংলাদেশ অধিনায়কÑ ‘এটা অনেক বড় একটা দিন। বাংলাদেশ ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত। অধিনায়ক হিসেবে এই ম্যাচ খেলতে পারলে এটা আমার জন্য বিরাট ব্যাপার হবে। ২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, আমি তখন বিকেএসপিতে ক্লাস সেভেনে পড়ি। সেখানে বসেই বাংলাদেশের অভিষেক টেস্ট  দেখেছিল। ওই স্মৃতি কিছুটা মনে আছে। ওখান থেকে বিশ্বাস জন্ম নিয়েছিল।  বাংলাদেশের হয়ে কোনোদিন টেস্ট খেলতে পারলে ভালো হবে, স্বপ্নটা তখন থেকেই দেখেছি।’
শততম টেস্টে বাংলাদেশের জন্য যে ভেন্যু প্রস্তুত, সেই ভেন্যুতে বাংলাদেশ দলের অতীত মোটেও সুখকর নয়। তিন ম্যাচের তিনটিতেই ইনিংস ব্যবধানে হার। তবে দেশকে দারুণ কিছু উপহার দিয়ে শততম টেস্ট স্মরণীয় করে রাখতে একটু বেশিই প্রত্যয়ী মুশফিকুর রহিমÑ‘আমরা ১-০ তে সিরিজে পিছিয়ে আছি। ফলাফল আমাদের পক্ষেই আনতে হবে। এখানেই আমাদের সবার মনোযোগ। শততম টেস্টে যাতে জয় নিয়ে ফিরতে পারি, তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। যেন ধারাবাহিক খেলতে পারি, সেটাই থাকবে প্রধান লক্ষ্য।’
দেশের মাটিতে শততম টেস্ট খেলতে পারলে তা অন্যভাবে দেশবাসীও পারতো উদযাপন করতে। তবে এ নিয়ে আক্ষেপ নেই মুশফিকুরের।  কারণ, দেশের মাটিতে শততম টেস্ট খেলতে পেরেছে পাঁচটি দেশÑইংল্যান্ড (১৯০৯ সালে হেডিংলিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে), দ. আফ্রিকা (১৯৪৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথে), শ্রীলঙ্কা (২০০২ সালে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের বিপক্ষে), ওয়েস্ট ইন্ডিজ ( জ্যামাইকার স্যাবাইনা পার্কে, ১৯৬৫ সালে অস্ট্রেলিয়ার  বিপক্ষে), জিম্বাবুয়ে (২০১৬ সালে হারারে ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে)।
জয় দিয়ে শততম টেস্ট উদযাপনের অতীত সেখানে অস্ট্রেলিয়ার (১৯১২ সালে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস এবং ৮৮ রানে জয়), পাকিস্তানের (১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার  বিপক্ষে ৭১ রানে জয়), ওয়েস্ট ইন্ডিজের (১৯৬৫ সালে স্যাবাইনা পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৯ রানে জয়)। দেশবাসীকে দেয়া কথা রাখতে পারলে এই তালিকায় যুক্ত হবে বাংলাদেশেরও নাম। প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে বিশেষ এই মাইলস্টোন।
এমন একটি মাইলস্টোনের  সামনে দাঁড়িয়ে দু’জন বড়ই দুর্ভাগা। শততম টেস্টের একাদশ গঠনের তিন দিন আগে মাহামুদুল্লাহকে জানিয়ে দেয়া হয়েছে, তিনি নেই দলে। গত পরশু নেটে ব্যাটিংয়ের সময়ে বাঁ-পাঁজরে চোট পেয়ে শততম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে পড়ে স্বপ্ন ভঙ্গ হয়েছে লিটনের। বাংলাদেশের মাইলস্টোন টেস্টটি হেরাথের জন্য বিশেষ মাইলস্টোনের। আর মাত্র তিনটি উইকেট পেলে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার উইকেটের বিরল ক্লাবে ঢুকে পড়বেন তিনি। আর মাত্র ৫১ রান হলে এক বছরে রানের রেকর্ড গড়ে ফেলবেন মুশফিক। লিটনের ইনজুরিতে কিপিং গ্লাভস ফিরে পাওয়া মুশফিকুরের সামনে ডিসমিসালের সেঞ্চুরি পূর্ণ হতে অপেক্ষা এখন পাঁচটি। প্রথম বাংলাদেশি হিসেবে তিন ফরমেটের ক্রিকেট মিলে ১০ হাজার রান পূর্ণ করতে তামীমের অপেক্ষা ১৩২ রান। বাংলাদেশের মাইলস্টোন ম্যাচে লঙ্কান অধিনায়ক হেরাথ হতে যাচ্ছেন বিশেষ ভাগ্যবান। মাত্র সাড়ে তিন মাসের ব্যবধানে দু’টি টেস্টের শততম টেস্টে প্রতিপক্ষ দলের অধিনায়কত্বের বিরল ইতিহাস রচনা যে করতে যাচ্ছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ