Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থান ঘটেছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেন হয়েছে ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকা। সোমবার বাজারে ১ হাজার ১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়। অর্থাৎ ডিএসইতে লেনদেন কমেছে ৩৬ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪০টির শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে, দাম কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইএফআইসির শেয়ার। এদিন কোম্পানির ৩১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ৩০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে অ্যাকটিভ ফাইন। লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, আরএসআরএম স্টিল, এনবিএল, আল-আরাফা ব্যাংক ও ফার কেমিক্যাল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো আইএফআইসি, যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, এনসিসি ব্যাংক, আরএসআরএম স্টিল, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ১, প্রাইম ব্যাংক, সোনালী আঁশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড ও ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক। দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আইপিডিসি, আল-হাজ টেক্সটাইল, ইউনাইডেট ফাইন্যান্স, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রূপালি ইন্স্যুরেন্স, আইএসএন লিঃ, সেন্ট্রাল ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা ও মতিন স্পিনিং।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৭৭ পয়েন্টে। বাজারে ৬৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদন হয়েছে। লেনদেন হওয়া ২৫২টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
মঙ্গলবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারে ব্যাংক খাতের আধিপাত্য লক্ষ্য করা গেছে। এ দিন ৫টি বা ৫০ শতাংশ ব্যাংক এ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকগুলো হল- আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। এদিন আইএফআইসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ। এ ছাড়া যমুনা ব্যাংকের ৫ দশমিক ১৫ শতাংশ, এনসিসি ব্যাংকের ৪ দশমিক ৭৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ৩ দশমিক ৭৮ শতাংশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৩ দশমিক ১৩ শতাংশ দর বেড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ