Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিডিবিকে ডিভিডেন্ডের চেক দিয়েছে পিজিসিবি

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ২০১৫-১৬ অর্থবছরের জন্য ডিভিডেন্ড বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) ৪২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা প্রদান করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। আয়কর কর্তনের পর পিডিবি নিট পেয়েছে ৩৩ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৪৯৪ টাকা। সম্প্রতি পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়। পিজিসিবি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ চেক তুলে দেন। এ সময় বিদ্যুৎ সচিব ও পিজিসিবি পরিচালক ড. আহমদ কায়কাউস, পরিচালক ড. জামালউদ্দিন আহমেদ, মেজর জেনারেল মঈনউদ্দিন, এস এম খাবীরুজ্জামান পিইঞ্জ, আবু আলম চৌধুরী, ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ