পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শোকের মাস আগষ্ট এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি: (পিজিসিবি)। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া ইনকিলাবকে জানান, চলতি আগষ্ট মাসের প্রথম দিন থেকেই কোম্পানির প্রধান কার্যালয়সহ মাঠপর্যায়ের সকল দপ্তরে শোকের ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারিরা মাসজুড়ে শোকের কালোব্যাজ ধারণ করে নিজ নিজ দাপ্তরিক দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে কোম্পানির প্রধান কার্যালয় সহ মাঠপর্যায়ের অফিস গুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হবে। বাদ জোহর দেশের বিভিন্ন স্থানে পিজিসিবি’র আওতাধীন সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। শোক দিবসের যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কোম্পানির মাঠপর্যায়ের সকল দপ্তরের মাধ্যমে প্রান্তিক অসহায় ও দুস্থ জনগণের মধ্যে মোট ৫০০০ প্যাকেট শুষ্ক খাদ্য-সামগ্রী বিতরণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে শোকাবহ মুভমেন্ট পোর্টাল স্থাপন করা হয়েছে।
প্রধান কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বঙ্গবন্ধুর ভাষণ, তার জীবনাদর্শ সহ শোক দিবসের সাথে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ প্রদর্শন ও গৃহীত কর্মসূচী প্রচার করা হচ্ছে। প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার দৃষ্টিনন্দনভাবে স্থাপন করে জাতির জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।