Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপিসহ তিন নেতাকে আ’লীগ থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ
শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীকে চূড়ান্তভাবে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান ও শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কারিবুল হক রাজিনকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। এদিকে তিন নেতাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের খবরে শিবগঞ্জে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিল¤েম্ব দল ধ্বংসের চক্রান্তকারী জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে এই তিন নেতাকে চূড়ান্তভাবে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, যুগ্ম-সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে গোলাম রাব্বানী এমপি বলেন, আমি কোন সংগঠনবিরোধী কাজ করিনি। একটি মহল শিবগঞ্জে দলীয় রাজনীতিকে কবর দিতেই এই ধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জেলা কমিটির এই সিদ্ধান্তের ফলে শিবগঞ্জে জামায়াত-বিএনপি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। রাব্বানী আরো বলেন, পৌর নির্বাচনে তিনি দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করেননি। অন্যদিকে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন বলেন, জেলা কমিটির কয়েকজন নেতা শিবগঞ্জে দলকে ধ্বংস করতে আদা-জল খেয়ে মাঠে নেমেছে। জনসমর্থনহীন এসব নেতার কাছে দলের চেয়ে টাকা বড়। তিনি এই ধরনের অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী কাজের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমপিসহ তিন নেতাকে আ’লীগ থেকে চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ