মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নেদারল্যান্ডসে তুর্কি নাগরিকদের র্যালিতে ডাচ পুলিশের শক্তি প্রয়োগ এবং দেশটিতে তুরস্কের দুই মন্ত্রীকে প্রবেশ করতে না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারা। এ ঘটনায় নেদারল্যান্ডসের সঙ্গে উচ্চ পর্যায়ের ক‚টনৈতিক সম্পর্ক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। গত সোমবার তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস এ ঘোষণা দেন। তুরস্কে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের আঙ্কারায় প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে তুর্কি কর্তৃপক্ষ।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে নেদারল্যান্ডসের রটারডেম শহরে প্রবেশ নিষিদ্ধ করার ডাচ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, নেদারল্যান্ডসকে এর জবাব দিতে হবে। সিএনএনের কানেক্ট দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তুলে বলেন, আমি কি একজন সন্ত্রাসী? এই দেশে বসবাসরত তুর্কিরা সন্ত্রাসী? তিনি বলেন, সেখানে কি একজন তুর্কিও মৌলবাদী? এর উত্তরে তারা বলছে না। তাহলে নিরাপত্তাজনিত সমস্যাটা কোথায়? তারা আমাকে বিস্তারিত কিছু জানায়নি। আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আমি সন্ত্রাসী নই। প্রকৃত কারণ গোপন করে নিরাপত্তাজনিত সমস্যার অজুহাত তোলা হচ্ছে। প্রকৃতপক্ষে নেদারল্যান্ডস এবং ইউরোপের অন্য দেশগুলোতে বর্ণবাদ, ইসলামফোবিয়া এবং জেনোফোবিয়ার (বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয়) উত্থান ঘটেছে।
এদিকে, তুরস্ক ও নেদারল্যান্ডসের মধ্যকার চলমান উত্তেজনায় উভয়পক্ষকে পারস্পরিক শ্রদ্ধা দেখানোর আহŸান জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহŸান জানান সংস্থাটির মহাসচিব জিন্স স্টোলটেনবার্গ। ন্যাটো মহাসচিব বলেন, শক্তিশালী বিতর্ক আমাদের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। কিন্তু একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধও গুরুত্বপূর্ণ। আমি সব মিত্র দেশকে এই শ্রদ্ধাবোধ দেখাতে উৎসাহিত করব। জিন্স স্টোলটেনবার্গ বলেন, এ বিষয়ে আমি উভয় পক্ষের সঙ্গেই কথা বলেছি। তুরস্ক ও নেদারল্যান্ডসের উচিত উত্তেজনা আরও না বাড়িয়ে বরং আমাদের ঐক্যবদ্ধ করে এমন বিষয়গুলোর প্রতি নজর দেয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ উদীয়মান শক্তি হিসেবে তুরস্কের উত্থানকে সহ্য করতে পারছে না। গত সোমবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তুরস্কে বিদ্যমান পার্লামেন্টারি পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু করতে আগ্রহী দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এ লক্ষ্যে আগামী ২০১৭ সালের ১৬ এপ্রিল তুরস্কে গণভোট অনুষ্ঠিত হবে। এ ইস্যুতে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের মধ্যে প্রচারণা চালাতে চেয়েছিল তুর্কি সরকার। তবে এ ইস্যুতে তুর্কি মন্ত্রীদের প্রচারণা নিষিদ্ধের পর সম্প্রতি দেশটির সঙ্গে উত্তেজনা তৈরি হয় তুরস্কের। চলতি মাসেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে নেদারল্যান্ডসের রটারডেম শহরে প্রবেশ নিষিদ্ধ করে শহর কর্তৃপক্ষ। পরে দেশটির পরিবার ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়াকেও সেখানকার তুর্কি কনসুলেটে প্রবেশ আটকে দেয় ডাচ পুলিশ। এর প্রতিবাদে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি নাগরিকদের বিক্ষোভে লাঠিচার্জ করে ডাচ পুলিশ। জলকামান ব্যবহার করে তুর্কি নাগরিকদের বিক্ষোভ দমন করে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ।
গণভোটের পক্ষে র্যালিতে নিষেধাজ্ঞা ও তুর্কি মন্ত্রীকে প্রচারণা চালানোর অনুমতি না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, এ ধরনের আচরণের জন্য নেদারল্যান্ডসকে অবশ্যই মূল্য দিতে হবে। তাদের শিখতে হবে ক‚টনীতি কী। সিএনএন, আল জাজিরা, বিবিসি, আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।