Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দেড় লাখ মার্কিনি স্বাস্থ্যবীমা হারাবে

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, রিপাবলিকানদের নতুন স্বাস্থ্যনীতি অনুযায়ী ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের এক কোটি ৪০ লাখ মানুষ স্বাস্থ্যবীমা হারাবে। দীর্ঘপ্রতিক্ষীত রিপাবলিকানদের স্বাস্থ্যনীতির পরিকল্পনার ওপর পর্যালোচনা করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নির্দলীয় বাজেট বিশ্লেষক ও অর্থনীতিবিদদের নিয়ে গঠিত কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও)। সিবিও আরো জানিয়েছে, ২০২৬ সাল নাগাদ নতুন করে স্বাস্থ্যবীমা পাবে না ২ কোটি ৪০ লাখ মানুষ। এই স্বাস্থ্যনীতি কার্যকর হলে আগামী ১০ বছর মেয়াদে ৩৩৭ বিলিয়ন ডলার কেন্দ্রীয় রাজস্ব ঘাটতি কমাবে। বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। বিপুল পরিমাণ অর্থ বাঁচানোর পরিকল্পনা ব্যবহার করে বিরোধীদের মন জুগিয়ে প্রস্তাবিত নতুন স্বাস্থ্যনীতি আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট (এএইচসিএ) চালু করতে সক্ষম হবেন রিপাবলিকানরা। নতুন স্বাস্থ্যনীতির পরিকল্পনায় সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অ্যাফোর্ডঅ্যাবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার) বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি প্রবর্তন হবে ট্রাম্পের অধীনে। জয়েন্ট কমিটি অন ট্যাক্সেশনের সঙ্গে সিবিও যৌথভাবে বিশ্লেষণ করে জানিয়েছে, ২০১৮ সাল নাগাদ নতুন স্বাস্থ্যনীতির মেডিকেইড সুবিধার আওতায় আসবে ৫০ লাখের মতো লোক, যাদের অধিকাংশই দরিদ্র
শ্রেণির। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ