মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে বিগত দুইবছর ধরে চলা সহিসংতায় অন্তত ১ হাজার ৫৬৪ জন শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার সংস্থাটি জানায়, দুই বছর আগে সউদি নেতৃত্বাধীন জোট দেশটিতে অভিযান শুরুর পর থেকে দেড় হাজার শিশুসহ প্রায় ৭ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে দেড় হাজার শিশু নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে ২ হাজার ৪৫০ শিশু। নিহতের মধ্যে ১ হাজার ২২ জন ছেলে এবং ৪৭৮ জন মেয়ে। বাকিদের কথা নিশ্চিত জানা যায়নি। এই সময়ে ১৮০১ জন ছেলে ও ৬৪৯ জন মেয়ে শিশু আহত হয়েছে। ১ হাজার ৫৭২ জনকে শিশু যোদ্ধা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে ২০১৫ সালের মার্চ থেকে দেশটিতে অভিযান চালাচ্ছে সউদি নেতৃত্বাধীন সামরিক জোট। জাতিসংঘের হিসাবে, এসব অভিযানে এখন পর্যš দেশটিতে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হন। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।