Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিআইএ’কে ট্রাম্পের ড্রোন হামলার অনুমতি

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে (সিআইএ) ড্রোন হামলার অনুমতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গত সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল অনলাইন এ তথ্য জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিআইএর আধাসামরিক ভ‚মিকার সীমিত রাখার যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, ট্রাম্পের নতুন অনুমোদন তা বদলে দিল। এখন প্রয়োজনে ড্রোন হামলা চালাতে পারবে সিআইএ। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সিআইএ। যুক্তরাষ্ট্রের দেখাদেখি অন্যান্য দেশ নিজস্ব ড্রোন কর্মসূচি গ্রহণ করে হামলা চালানো শুরু করার পর বৈশ্বিক প্রেক্ষাপটে ড্রোন ব্যবহারের নির্দেশিকা তৈরি করতে চেয়েছিলেন বারাক ওবামা। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাসী হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাসীদের টার্গেট করে ড্রোন (চালকবিহীন বিমান) হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ