Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লর্ডস-সভায় ব্রেক্সিট বিল পাস

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার বাধা দূর হলো

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে সরকারের ব্রেক্সিট বিল পাস করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সাংবিধানিক বাধা কাটল। এখন যুক্তরাজ্যের সংবিধানের ৫০ অনুচ্ছেদ কার্যকর করে ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার পথ প্রশস্ত হলো। বিবিসি অনলাইনের এক খবরে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে করে লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি প্রয়োগ করে সরকারের ইইউ থেকে বিচ্ছেদের দর কষাকষি শুরুর পথ সুগম হল। পার্লামেন্টের সংসদ সদস্য ও উচ্চকক্ষের সদস্যদের মধ্যে তুমুল বিতর্কের পর ব্রেক্সিট বিল পাস হয়। আশা করা হচ্ছে, রানির সম্মতি পেলে বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের পর উচ্চকক্ষও এটি পাস করায় প্রধানমন্ত্রী তেরেসা মে’র জন্য ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করতে আর কোনও বাধা রইল না। ব্রেক্সিটমন্ত্রী য়েভিয় য়াভিস এক বিবৃতিতে বলেছেন, আমরা এখন আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী তেরেসা মে ৩১ মার্চের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছেন। য়াভিস আরো বলেন, সুতরাং আমরা এমাসের শেষেই পরিকল্পনামাফিক আর্টিকেল ফিফটি প্রয়োগ করে গোটা দেশের স্বার্থেই কার্যকর ফল বয়ে আনতে পারব।
এদিকে, রানির অনুমোদন পাওয়া মাত্রই প্রধানমন্ত্রী মে দু’বছরের ব্রেক্সিট আলোচনা শুরু করতে প্রস্তুত হয়ে যাবেন এবং তিনি সময় নষ্ট না করেই তা করতে পারেন বলে জল্পনা রয়েছে। তবে মে তার ঘোষিত সময়সীমার আগে কিছু করবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন তার মুখপাত্র। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন স্কটিশদের স্বাধীনতার জন্য ২০১৮ কিংবা ২০১৯ সালের শুরুর দিকে নতুন করে আরেকটি গণভোটের দাবি করায় এবং যুক্তরাজ্যে বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত করা নিয়ে চাপের কারণে ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর বিষয়টি নিয়ে জটিলতায় ছিলেন তেরেসা মে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ