মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ট্রাম্প প্রশাসন বিশ^ থেকে আইএস নিশ্চিহ্ন করতে রণকৌশল নির্ধারণের লক্ষ্যে ৬০টি দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে বৈঠক করবে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী ২২ এবং ২৩ মার্চ, দুই দিনব্যাপী বৈঠকে নেতৃত্ব দেবেন। এরইমধ্যে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র নেতৃবৃন্দকে বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসন ইরাক ও সিরিয়ায় অবস্থানরত আইএসসহ তাদের সকল শাখা ও সহযোগী সংগঠনকে নিশ্চিহ্ন করতে চায়। মার্কিন পররাষ্ট্র বিভাগ জানায়, ২০১৪ সাল থেকে যারা জোটে রয়েছে, তাদের সঙ্গেই এ ব্যাপারে প্রথম বৈঠক হবে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, আইএসের বিরুদ্ধে যুদ্ধে আমরা এক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। ইরাক ও সিরিয়ার অবশিষ্টাংশ থেকে তাদের নিশ্চিহ্ন করতে আমরা আরও অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে ব্যবহার করবো। মন্ত্রী পর্যায়ের এ বৈঠকে সামরিক, বিদেশি সন্ত্রাসী, সন্ত্রাস দমনে অর্থয়নসহ যৌথ বাহিনীর কলাকৌশল নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও বৈঠকে ইরাক ও সিরিয়ার মানবিক সঙ্কট নিয়েও আলোচনা হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর এটা অনুধাবন করতে পেরেছে, আইএস-বিরোধী যুদ্ধ এখনও শেষ হয়নি; তবে, তাদের পরাজিত করার সমূহ সম্ভাবনা রয়েছে। তবে এটাও বলেছে, তারা মসুল ও রাক্কায় যেসব অবস্থানে রয়েছে, তাতে তাদের পরাজিত করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই মন্ত্রী পরিষদের বৈঠকেই তাদের পরাজিত করার সঠিক উপায় বাতলাতে হবে। এ ব্যাপারে ২০১৬ সালের জুলাই মাসে ওয়াশিংটনে ছোট আকারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছিল। এবং একই বছর রাজনৈতিক নির্দেশকদের নিয়ে বৈঠক হয়েছিল বার্লিনে। আমেরিকান মিলিটারি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।