Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আবার গণভোটের দাবি

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেতে ফের গণভোট আয়োজনের দাবি তুলেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিওন। এজন্য তিনি স্কটিশ পার্লামেন্টের অনুমতি চাইবেন বলে জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে গৃহীত ব্রেক্সিট বিলে দেশটির পার্লামেন্ট চ‚ড়ান্ত অনুমোদন দেয়ার প্রেক্ষিতে তিনি এ দাবি তুললেন। স্থানীয় সময় গত সোমবার রাজধানী এডিনবার্গে সরকারি বাসভবন বুটে হাউসে স্টার্জিওন বলেন, ব্রেক্সিট প্রক্রিয়ার কারণে যাতে স্কটল্যান্ডের সামনে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সেজন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর এ সিদ্ধান্ত হবে ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যের সঙ্গে স্কটল্যান্ড থাকবে, নাকি স্বতন্ত্র দেশ হিসেবে ইইউ এর অন্তর্ভুক্ত হবে। তার মতে, ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেয়ার পরে এ গণভোট আয়োজন জরুরি হয়ে পড়েছে। আসছে সপ্তাহেই তিনি স্কটিশ পার্লামেন্টে এ বিষয়ক প্রস্তাব তুলবেন বলে জানান। চলতি বছরের বসন্তে কিংবা আসছে বছরের শরতে এ গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্কটিশ পার্লামেন্টের অনুমতি সাপেক্ষে এ গণভোট আয়োজিত হলে, তা হবে স্কটল্যান্ডে স্বাধীনতার দাবিতে আয়োজিত দ্বিতীয় গণভোট। এর আগে ২০১৪ সালে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। সেসময় স্কটিশরা স্বাধীনতার বিপক্ষে নিজেদের অবস্থান জানান দেন। স্টার্জিওনের বিশ্বাস, আগের গণভোটে জনগণ স্বাধীনতার বিপক্ষে মত দিলেও এবার ভিন্ন মত উঠে আসবে। ব্রেক্সিট বাস্তবায়ন এবং জোর করে স্কটল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের একক বাজার ত্যাগে বাধ্য করার কারণেই এবারের রায় ভিন্ন হবে বলে তিনি মনে করছেন। উল্লেখ্য, ব্রেক্সিট ভোটে ইইউতে থাকার পক্ষে ভোট দেন ৬২ শতাংশ স্কট। কিন্তু জনসংখ্যা বেশি হওয়ায় সমন্বিত ভোটে স্কটদের মতামতকে ছাড়িয়ে যায় ব্রিটিশরা। এরপর স্কটল্যান্ডের সঙ্গে কোনোরূপ আলোচনা ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে ব্রিটেন। তাই ব্রেক্সিট বিলের বিরোধিতা করেছে স্কটিশ পার্লামেন্ট। বিবিসি, দ্য টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ