মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সীমান্তে সংঘর্ষ ও নিরাপত্তাহীনতার কারণে নেয়া পাকিস্তান সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনা ত্যাগ করেছে ভারত। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং ভারতীয় সেনাবাহিনীর বিরোধিতার মুখে প্রাচীর নির্মাণের এ পরিকল্পনা বাতিল করা হয় বলে ভারতীয় কোনো কোনো সংবাদপত্র জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারতের ইউপিএ সরকার ২০১৩ সালে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ১৭৯ কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণের পরিকল্পনা নিয়েছিল। হিরাননগর এবং সাম্বা সেক্টরে জোড়া হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রাচীর নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। এ নিয়ে ভারতের বিরুদ্ধে ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ পেশ করে পাকিস্তান। অভিযোগে বলা হয়, স্থায়ী আন্তর্জাতিক সীমান্তে পরিণত করার ইচ্ছা থেকে এ প্রাচীর নির্মাণ করছে ভারত। এদিকে খোদ ভারতীয় সেনাবাহিনীও নয়াদিল্লীর এ পরিকল্পনার বিরোধিতা করে। ভারতীয় সেনাবাহিনী বলেছে, প্রাচীর বানানো হলে সেনাবাহিনীর অগ্রাভিযান তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত
হবে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।