বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, রাসুল (সা:) শানে বেয়াদবি কোন মুসলমান সহ্য করতে পারে না। ওলামায়ে কেরাম শান্তিপ্রিয়। তারা মাদ্রাসা, মসজিদ ও খানকা নিয়া থাকে। যে মুহূর্তে নবীর (সা:) শানে বেয়াদবি করা হয় সে মুহূর্তে ওলামায়ে কেরাম রাস্তায় নামতে বাধ্য হয়ে যায়। ওলামায়ে কেরাম কখনো বিশৃংখলা সৃষ্টি করে না, ভাংচুর করে না। শান্তিপূর্ণভাবে তাদের দাবী আদায় করে থাকে। তার উজ্জ্বল প্রমাণ হলো ঢাকার শাপলা চত্বরের ঘটনা। সেখানে আমরা আল্লাহু আল্লাহু যিকির করে শান্তিপূর্ণ পরিবেশ কায়েম করি। রাসুল (সা:) এর আদর্শ ছাড়া ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনে শান্তির বিকল্প কোন রাস্তা নেই। সারা বিশ্বে আজ অশান্তির মূল কারণ হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। তিনি গত শুক্রবার রাতে ছাগলনাইয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাদ্রাসার পরিচালক মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে ও মুফতি ফারুক আহমদের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা মুস্তাকুন নবী, টুমচর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, ফেনীর লালপুল সুলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলনা মুফতি সাঈদ আহমদ, ফুলগাজী আশ্রাফিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি হাবিবুর রহমান ও মাওলানা মুফতি আহমদ উল্যাহ প্রমুখ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মোঃ আলমগীর বিএ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী আবু আহমদ ভূঁঞা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।