Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঘায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘার খায়ের হাট পশ্চিমপাড়া এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিত ওই কিশোরীর বাবা এ নিয়ে শুক্রবার রাতে বাদী হয়ে একটি মামলা করেছে। পুলিশ ধর্ষকের বাবা কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে। ধর্ষক যুবক সম্রাট আলী (১৮) পলাতক রয়েছে। তবে পালিয়ে যাওয়ার আগে গ্রাম্য সালিশে তার নিজের মুখ থেকে বের করা থুথু ফেলে ১০ বার তাকেই খাওয়ানো হয়েছে। পরে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু সম্রাটের বাবা ওই টাকা দিতে তিন মাস সময় চাইলে ভেস্তে যায় সেই সালিশ। শেষে রাতেই ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।
বাঘা থানার ওসি তদন্ত ধীরেন্দ্র নাথ জানান, মামলা দায়েরের পর ধর্ষকের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঘায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ