Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাত্রলীগ ক্যাডারদের হাতে মার খেলো বিএনসিসির ৩ ছাত্র

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের ক্যাডারদের হাতে মার খেয়ে আহত হয়েছে বিএনসিসি’র তিন ছাত্র। এদের মধ্যে ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র ইখতিয়ার উদ্দিনকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর কলেজ ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী বিএনসিসি’র ছাত্র আবু মুছা এ প্রতিনিধিকে জানান, সরকারি কলেজের মূল ভবনের গেটে ছাত্রলীগের উচ্চ মাধ্যমিক ইয়ার কমিটির সভাপতি আশিক ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবসহ অন্যান্য নেতা-কর্মীরা দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এসময় ইখতিয়ার উদ্দিন ভবনে প্রবেশের জন্য তাদেরকে সরে যেতে অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বলে, তুই (ইখতিয়ার) সিনিয়রদের সম্মান করিস না, কি হয়ে গেছিস তুই ইত্যাদি কথাবার্তার একপর্যায়ে তাকে মারধোর করে তারা পার্শ্ববর্তী বাবুর হোটেলে গিয়ে বসে। বিষয়টি তার সহপাঠিদের নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আবু মুছা, আজমল ও ইফতিয়ারসহ কয়েকজন মিলে বাবুর হোটেলে যায় আশিক ও সাকিবকে ডেকে আনতে। এসময় তাদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে আশিক, সাকিবসহ আরো ১০/১২ জন ছাত্রলীগের ছেলেরা হোটেলে থাকা বেঞ্চির পায়া ছাড়িয়ে মারপিট করতে থাকে। এতে ইখতিয়ার উদ্দিন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহতসহ তিনজন জখম হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যাপক সানোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, মারপিটের সময় তিনি ঠেকানোর চেষ্টা করতে যান এবং অল্পের জন্য মাথায় আঘাতপ্রাপ্ত হতে রক্ষা পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ ক্যাডারদের হাতে মার খেলো বিএনসিসির ৩ ছাত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ