প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা ও নাট্যনির্দেশক তারিক আনাম খান। দেশে ফিরেও বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ করেছেন। তবে আগামীকাল থেকে তারিক আনাম খান নতুন একটি চলচ্চিত্রের কাজ করতে যাচ্ছেন। মুন্সীগঞ্জের রতনপুরের আনসার ক্যাম্পে কাল সকাল থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। আহসান সারোয়ার নির্দেশিত একটি চলচ্চিত্রের নির্মাণ থেকে শুরু করে মুক্তি দেয়া পর্যন্ত নানা ধরনের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘রং ঢং’ চলচ্চিত্রটি। এর গল্প লিখেছেন পরিচালক নিজেই। এতে তারিক আনাম খানের সঙ্গে আরো অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, স্বাধীন খসরু’সহ আরো অনেকে। এদিকে চলতি মাসের শুরুতে রাজবাড়িতে শুটিং শুরু করেন অসীম গোমেজ’র নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘উথার তরঙ্গ’র। সেখানে শুটিং শেষে তারিক আনাম খান দীপংকর দীপনের নির্দেশনায় বাংলা টিভির জন্য ‘টক্কর’ ধারাবাহিকের শুটিং-এ অংশ নেন। তারিক আনাম খান বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবাণীতে এবং সবার দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি। যেহেতু আমার কারণে কিছু কাজ আটকে ছিল, তাই সুস্থ হয়ে আবার কাজ শুরু করেছি। দুটি ধারাবাহিকেরই গল্প ভালো। এদিকে সম্প্রতি প্রচার শুরু হয়েছে আরটিভিতে রায়হান খানি নির্দেশিত তারিক আনাম খান অভিনীত নতুন ধারাবাহিক ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দলা’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।