Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুলে একটি গণকবরে ৬শ’ দেহাবশেষের সন্ধান

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকে আইএস বিদ্রোহীদের ভয়াবহতার নিদর্শন পাওয়া গেছে। মসুলে বাদউস কারাগারের পাশে এক গণকবরে অন্তত ৬শ’ জনের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। ইরাকি বাহিনীর বরাতে গত রোববার এ খবর জানানো হয়। শিয়া নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী হাশড আল শাবি জানায়, গণহত্যার শিকার এসব ব্যক্তি বেসামরিক বন্দি ছিলেন। যাদের হত্যা করা হয়, তাদের বেশির ভাগই শিয়া মুসলিম বলেও জানানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, পরাজয় নিশ্চিত জেনে মসুলের বিভিন্ন কারাগারে আটক বন্দিদের মুক্তি দিচ্ছে আইএস।
আইএসের দখল থেকে পশ্চিম মসুল পুনরুদ্ধারে ফেব্রæয়ারিতে নতুন করে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। এর মধ্যে মিলেছে বেশ কয়েকটি সফলতা। আইএসের দখল থেকে উদ্ধার হয়েছে মসুলের একটি বড় অংশ। তবে পালিয়ে যাওয়ার আগে অঞ্চলটিতে নিজেদের ধ্বংসকাÐের চিহ্ন রেখে যাচ্ছে আইএস জেহাদিরা। চলতি সপ্তাহে ইরাকি বাহিনী অভিযান চালিয়ে পুনর্দখলে নেয়ার পরই গণকবরটি সন্ধান পাওয়া গেলো। ২০১৪ সালে আইএস হামলা চালিয়ে ওই এলাকায় দখলে নিয়েছিলো। তখনই গণহত্যার পর লাশগুলো ওই গণকবরে সমাহিত করা হয়েছিলো বলে মনে করা হচ্ছে। চলমান অভিযানের মুখে টিকতে না পেরে শহর ছাড়ছে অনেক আইএস জঙ্গি। এদিকে, মসুলের পূর্বাঞ্চলে আইএসের ধ্বংস করা একটি স্থাপনার নিচে একটি পূরাকৃত্তীর সন্ধান পেয়েছে ইরাকি প্রতœতাত্তিকরা। এর বয়স ২ হাজার ৭শ’ বছর বলে ধারণা করা হচ্ছে। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে পশ্চিম মসুলের অর্ধেকের বেশি এলাকা আইএস জঙ্গিদের কাছ থেকে পুনর্দখলে নিয়েছে ইরাকি বাহিনী। সেনাবাহিনী বলছে পুরো এলাক দখলে নিতে আরও কিছু দিন সময় লাগবে। ইনডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ