মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: চীনের তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত রোববার চালু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিচু থেকে মধ্য উচ্চতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এলওএমডিএস দেশটির বিমান প্রতিরক্ষা বহরের অন্তর্ভুক্ত করা হলো। এতে দেশটির বিমান সক্ষমতা আরো এক ধাপ বাড়বে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়। চীনে তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এলওয়াই-৪০ এলওএমডিএস অনেক ধরনের বিমান ও ড্রোনের ওপর নজর রাখতে পারে। দীর্ঘপাল্লার এ ব্যবস্থার মাধ্যমে নিচু বা মধ্য উচ্চতা দিয়ে উড়ে আসা অনেক ধরনের বিমান ধ্বংস করা সম্ভব। রাওয়ালপিন্ডির আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এলওয়াই-৪০ চালু করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। আর এটি চালু করার মধ্য দিয়ে পাক-চীন ক্রম বর্ধমান কৌশলগত সম্পর্ক আরো জোরদার হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।