বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জের প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে ডায়মন্ড ইন্সুলেশন প্রোডাক্টের কর্মচারীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ২টার সময় উপজেলার কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। আটজন ছিনতাইকারী অস্ত্র নিয়ে চারটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
ডায়মন্ড ইন্সুলেশন প্রোডাক্টের মালিক হাজি মো. মোবারক হোসেন জানান, রোববার বেলা দেড়টার সময় ন্যাশনাল ব্যাংক খোলামোড়া শাখা থেকে আমার দুই কর্মচারী সাইদুল ইসলাম খোকন ও ফায়েজ হোসেন তিন লাখ টাকা উত্তোলন করে। এরপর তারা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আমার ব্রাম্মনকিত্তা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের রিকশাটি খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পেছন থেকে চারটি মোটরসাইকেলে আটজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা এসময় সবাই পিস্তলের ভয় দেখিয়ে তাদের দুইজনকে জিম্মি করে। এ সময় দুর্বৃত্তরা সাইদুল ইসলাম খোকনের সাথে থাকা তিন লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে উপজেলা মালঞ্চ হাসপাতালের দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে থানা পুলিশকে খবর দিলে পুলিশ বিকেল ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।