Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনতিবিলম্বে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে

ঈশ্বরগঞ্জে সীরাতুন্নবী (সা:) সম্মেলনে বক্তারা

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে : বাংলাদেশ মুসলিম দেশ, এ দেশে ভোরে মোয়াজ্জিনের আজানের ধ্বনিতে সকলের ঘুম ভাঙে। ৯২ ভাগ মুসলমানের দেশে গুটিকয়েক নাস্তিকের চক্রান্তে দেশের সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা বাংলাদেশের তওহিদি জনতা মেনে নিতে পারে না। অনতিবিলম্বে এ গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। ময়মনিসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গতকাল রোববার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত সীরাতুন্নবী (সা:) অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এসময় ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ শাখার নেতা মুফতি মাহবুবুল্লাহ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেন, আপনি একজন মুসলমান, হজ পালন করেন, সংবাদ মাধ্যমে জানতে পারি ফজরের নামাজের পর প্রতিদিন কুরআন তিলাওয়াত করেন। আপনি দেশের সর্বোচ্চ বিচারালয়ের সামনে থেকে মূতি অপসারণ করুন। অপসারণ করা না হলে এ দেশের তৌহিদী জনতা মেনে নেবে না।
আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জীর সভাপতিত্বে সীরাতুন্নবী (সা:) সম্মেলনে বক্তব্য রাখেন আল্লামা আ: হামিদ (মুন্সিগঞ্জ), সাজিদুর রহমান (বি-বাড়িয়া), শামসুল ইসলাম (কিশোরগঞ্জ), হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা), মিজানুর রহমান মাহমুদী (গাজীপুর), মুফতি আতীকুল্লাহ (নরসিংদী), ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজল, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা সিরাতুন্নবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ আহাম্মদ আলী, সদস্য সচিব মাওলানা হিফযুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বক্তারা হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে আলোচনা করেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত সম্মেলনে আসা ধর্মপ্রাণ মুসল্লিগণ নবীর জীবনী আলোচনা শুনেন।



 

Show all comments
  • আরফাত ১৩ মার্চ, ২০১৭, ১১:৩৯ এএম says : 1
    সরকার কেন এত সময় নিচ্ছে সেটাই আমার বুঝে আসে না।
    Total Reply(0) Reply
  • আবু তাহের ১৩ মার্চ, ২০১৭, ১০:১১ পিএম says : 0
    অনতিবিলম্বে দেবী সরানো হওক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপসারণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ