বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো রাজশাহীতে মদ্যপ অবস্থায় ছাত্রলীগের দুই নেতাকর্মী চাঁদার দাবিতে হোটেল ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে। এ ঘটনায় তাদের পুলিশে সোপর্দ করেছে হোটেল মালিক ও তার কর্মচারীরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই দুই নেতাকর্মী হলো রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রমজান আলী জনি ও কর্মী সাগর। মহানগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারসেফ বাংলা রেঁস্তোরার কর্মকর্তা শফিকুজ্জামান সুজন জানান, রাত সাড়ে ১২টার দিকে মদ্যপ অবস্থায় এসে জনি ও সাগর চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় জনি ও সাগর তার ব্যবসায়ী পার্টনার নিজাম হোসেন রানার মোটরসাইকেল এবং হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে।
একপর্যায়ে স্থানীয় লোকজন ও হোটেল কর্মচারীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, আটকদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।