Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্পের ভবন উদ্বোধন ও মতবিনিময়

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ডাউটিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্প নগরী সম্প্রসারণ প্রকল্পের ইন্সপেকশন বাংলোর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার এ ভবনের উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মুমতাক হাসান মুহাম্মদ ইফতেখার। উপস্থিত ছিলেন পরিচালক উন্নয়ন ও সম্প্রসারণ জীবন কুমার চৌধুরী, ডাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আহসান হাকিম, উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক এ,কে,এম নওশের ইমজাদসহ শিল্পনগরীর মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।
প্রকল্প পরিচালক বলেন, ধামরাইয়ের ডাউটিয়ায় ২০০০ হতে ২০০৭ সাল মেয়াদে সাড়ে ১৯ একর জমিতে গড়ে উঠেছে এ শিল্প নগরী বিসিক। এখানে ১০৩টি বিভিন্ন সাইজের শিল্প প্লটে ৬৬টি শিল্প স্থাপিত হয়েছে। শিল্প নগর ২০১৭ সালের ডিসেম্বর মধ্যে আরো প্রায় সাড়ে ১২ একর ভূমিতে সম্প্রসারণ করা হচ্ছে। এতে ৮০টি শিল্প প্লট তৈরি হবে। ৬০টি শিল্প বাস্তবায়নের মাধ্যমে ২৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এর পরে শিল্পনগরীর মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা এডভেন্ট ফার্মা লিমিটেডের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সমিতির প্রতিনিধিরা বিসিক শিল্পনগরীর উন্নয়নের জন্য বিভিন্ন দাবি পেশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ