Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় জোড়া বোমা হামলায় ৪০ ইরাকি নিহত

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে দুইটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ ইরাকি নিহত এবং ১২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরাক সরকার। গত শনিবারের এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জামাল একে ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন। শিয়া পুণ্যার্থীদল হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়, দামেস্কের ওল্ড সিটিতে অবস্থিত শিয়া মুসলিমদের তীর্থস্থান বাব আল-সগির মাজারের কাছে ওই হামলা চালানো হয়। ‘দুইজন সন্ত্রাসী’ এ হামলা চালিয়ে বলেও জানায় সানা। তবে খবরে হামলায় হতাহতের সংখ্যা জানানো হয়নি। লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদ্বীন এর খবরে বলা হয়, দামেস্কের ওল্ড সিটিতে প্রবেশের সাতটি দ্বারের একটির কাছে দাঁড়ানো বাসে এ হামলা চালানো হয়। বাসে করে তীর্থযাত্রীরা বাব আল-সগির মাজারে আসছিল। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া কয়েকটি বাসের কাছে মাটিতে রক্তাক্ত দেহাংশ পড়ে থাকতে দেখা গেছে। দামেস্কের বেশিরভাগ এলাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে। তবে নগরীর উপকণ্ঠে অবস্থিত জেলাগুলোর বেশিরভাগই বিদ্রোহীদের দখলে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ