Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গোলাপি পানির হ্রদ!

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: সূর্যরশ্মি, উত্তপ্ত আবহাওয়া এবং অনাবৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি লবনহ্রদের পানি গোলাপি বর্ণ ধারণ করেছে। বনবিভাগের কর্মকর্তারা জানান, ওয়েস্টগেট পার্ক সিটিতে অবস্থিত পার্কস ভিক্টোরিয়া হ্রদের পানির নিচের ভূমিতে জমা হওয়া নোনা আবরণে শৈবাল জমেছে। যেখানে লাল রঙের পিগমেন্ট তৈরি হচ্ছে। দর্শকদের পার্কস ভিক্টোরিয়া কর্তৃপক্ষের পরামর্শ, “দৃশ্যটি উপভোগ করুন। কিন্তু আমাদের পরামর্শ, হ্রদের পানির সংস্পর্শে আসবেন না।” একই দৃশ্য স্পেনের সালিনা দে তোররেভিয়েজা, কানাডার ডুস্টি রোজ লেক এবং সেনেগালের লেক রেতবাতে দেখা গিয়েছিল। পার্কস ভিক্টোরিয়ার প্রধান বিজ্ঞানী মার্ক নরম্যান বলেন, “নিরীহ এককোষী শৈবাল ডুনালিয়েলা এর জন্য দায়ী।” “এটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক। যদিও আমাদেরকে প্রায়ই শুনতে হয়, এটা শিল্প দূষণ কিনা।” তিনি বলেন, এই পানি ক্ষতিকর নয়। তবে তিনি এ অবস্থায় হ্রদে সাঁতার না কাটার পরামর্শও দিয়েছেন। “হ্রদের পানির নিচের ভূমি খুবই লবনাক্ত এবং কর্দমাক্ত। তাই হ্রদ থেকে বেরিয়ে আসলে আপনাকে খুবই উদ্ভট দেখাবে, বিশেষ করে শরীর শুকিয়ে যাওয়ার পর।” তাপমাত্রা টিএসসি কমে গেলে এবং বৃষ্টিপাত বাড়লে হ্রদের পানি আবার নীল হয়ে যাবে বলে জানান পার্কস ভিক্টোরিয়া হ্রদ কর্তৃপক্ষ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ