Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্ক গিউন-হাই সবার নজর বøু হাউজের দিকে

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আদালত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে বরখাস্ত করায় দেশটির নাগরিকরা প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছে। আর এ কারণে সবার নজর এখন সিউলের প্রেসিডেন্টের বাসভবন বøু হাউজের দিকে। খবরে বলা হয়, গত শুক্রবার সাংবিধানিক আদালতের রায় ঘোষণার সময় পার্ক তার বাসভবনের ব্যক্তিগত কক্ষে একাকী টেলিভিশন দেখছিলেন। আদালত থেকে এটি সরাসরি প্রচার করা হচ্ছিল। চোসান ইলবো ডেইলি জানায়, বরখাস্তের খবর সম্পর্কে নিশ্চিত হতে পার্ক তাৎক্ষণিকভাবে তার সহকারিদের টেলিফোন করেন। পরে তার সহকারিরা জানান, আদালতের এমন সিদ্ধান্ত তিনি মেনে নেবেন কিনা এবং এ ব্যাপারে তার পরবর্তী পদক্ষেপ কি হবে সে ব্যাপারে পার্কের তাৎক্ষণিকভাবে কোন বিবৃতি দেয়ার পরিকল্পনা নেই। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারির বরাত দিয়ে ওই দৈনিকের খবরে বলা হয়, এ রায়ে প্রেসিডেন্ট অনেক স্তম্ভিত এবং বিষণœ। তবে তিনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। সিউলের দক্ষিণের অভিজাত এলাকায় পার্কের ব্যক্তিগত বাড়ির সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর তিনি বøু হাউজ ত্যাগ করবেন। পুলিশ জানায়, দুই শতাধিক নিরাপত্তা কর্মকর্তা এ বাসভবনের চারদিকে মোতায়েন করা হয়েছে। এ রায়ের পর প্রেসিডেন্টের বাসভবন থেকে পার্ককে সরিয়ে নেয়ার আইনী বাধ্যবাধকতা রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ