বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস: দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দিনাজপুর শহরের অদূরে শুভসাগর এলাকার মাঠ প্রাঙ্গণে দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আয়োজনে বার্ষিক সাধারণ সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভার শুরুতে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, উপদেষ্টা সাবেক প্যানেল চেয়ারম্যান আলতাফ উদ্দীন, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল, উপদেষ্টা শামীম রেজা, সাবেক উপদেষ্টা কাশী কুমার দাস ঝন্টু। পরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক বেলাল আহমেদ রাজু ও কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন ননী গোপাল। প্রতিবেদন ২টির উপর আলোচনা করেন জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ জাফর আলী, শাহীন হোসেন, নাজমুল হোসেন ও মোঃ নয়ন। আলোচনা শেষে প্রতিবেদন ২টি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।