Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় ২ বছর পর বিশু হত্যার রহস্য উদ্ঘাটন গ্রেফতার ১

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা: দুপচাঁচিয়া থানা পুলিশ অবশেষে ২ বছর ৪ মাস পর বিশু হত্যার রহস্য উদ্ঘাটন করেছে। এ সংক্রান্তে পুলিশ গত শুক্রবার রাতে সুলতান আলী (৩৫) কে আটক করেছে।
জানা যায় গাবতলী উপজেলার বেলাল হোসেনের পুত্র ভটভটি চালক বিশু ওরফে ডাবলু (৩৫) কে বাড়ির নিকটতম আত্বীয় গাবতলীর দূর্গাহাটা পলিরপাড়া নূর সরকারের পুত্র সুলতান আলী কৌশলে তার ভটভটিটি ভাড়া নেয়। ঘটনার দিন ১২ অক্টোবর ২০১৩ ইং তারিখে বিশুর ভটভটিটি নিয়ে দুপচাঁচিয়া উপজেলা সদরের ধাপ হাট এলাকার বুলুর পুত্র শাহজাহানের বাড়িতে আসে। ঐ দিন রাতেই কোন এক সময় সুলতান ও শাহজাহান আলী যোগসাজশ করে বিশুর ভটভটিটি ছিনতাইয়ের উদ্দ্যেশে পূর্ব পরিকল্পিত ভাবেবিশু কে ইট দিয়ে তার মাথাতে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে পার্শ্বের ধান ক্ষেতে ফেলে রাখে। পরের দিন ১৩ অক্টোবর ২০১৩ স্থানীয় লোকজন এর মুখে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঐ দিনই পোস্টমর্ডেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সুলতান আলী কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে “দৈনিক ইনকিলাব” কে জানান, বিশু ওরফে ডাবলু কে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেছে। একই সাথে তিনি আরো জানান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজীউর রহমান গাজীর নেতৃত্বে এক মাসেই এই থানায় পরপর ৩টি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা হলো। গতকাল শনিবার গ্রেফতারকৃত সুলতান বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম এর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুপচাঁচিয়ায় ২ বছর পর বিশু হত্যার রহস্য উদ্ঘাটন গ্রেফতার ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ