Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ পলিটেকনিকে ছাত্রলীগ নেতা খুন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁ শহরস্থ আরজি নওগাঁ এলাকার নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ৬ষ্ঠ সেমিষ্টারের কম্পিউটার বিভাগের শ্যামল (১৯) নামের ছাত্রলীগের এক নেতাকে বহিরাগত ও কথিত ছাত্ররা ছুরিকাঘাতে নিহত করেছে বলে জানা গেছে। স্থানীয় ও কলেজ ছাত্ররা জানান, পূর্ব শক্রতার জের ধরে গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ওই কলেজের পার্শ্বে ফিশারি গেটের সামনে শ্যামলকে একা পেয়ে কয়েকজন ধারালো অস্ত্রদ্বারা এলোপাতাড়ী পেট ও পিঠে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা শ্যামল কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক শ্যামল কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শ্যামলকে ঢাকায় রেফার্ড করলে পথিমধ্যে শনিবার সকালে সে মারা যায়। নিহত শ্যামল জেলার পত্নীতলা থানার সোনাপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে সদর মডেল থানার ও’সি (তদন্ত) শাহ আলমের সঙ্গে ফোনে কথা বলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সেল ফোনে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এর সাথে কথা বললে তিনি জানান এঘটানায় জড়িতদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান এই হত্যা কান্ডে জাড়িত সন্দেহে ৩জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। শ্যামলের হত্যা কারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা। এ বিষয়ে রিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ