Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইতালিতে উড়ালসেতু ধসে নিহত ২

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইতালির উত্তর-পূর্বাঞ্চলের একটি উড়ালসেতু ধসে দুজন নিহত হয়েছে। আনকোনা শহরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। এ ওয়ান ফোর সড়কটির ওপর দিয়ে যাওয়া উড়ালসেতুটি লরেতো ও আনকোনা সাউথ শহরের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। এটি যখন ধসে পড়ছিল নিহত দুজন তখন সেতুর নিচে একটি গাড়ির ভেতরে অবস্থান করছিল। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অস্থায়ী অবকাঠামোর মাধ্যমে সেতুটি ঠেক দিয়ে রাখা হয়েছিল। ওই অবকাঠামো ধসে যাওয়ায় পুরো সেতুটি বিধ্বস্ত হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ