Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস হোয়াইট হাউসের ডাক পেলেন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউজে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো দুই নেতার বৈঠকের বিষয়ে কোন দিনক্ষণ ঠিক হয়নি। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, প্রেসিডেন্ট আব্বাস শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল রাষ্ট্রের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান। হোয়াইট হাউসের এক বিবৃতি থেকে জানা যায়. ট্রাম্প বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের মাঝে প্রত্যক্ষ আলোচনার মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনতে হবে। শান্তি নিশ্চিতে খুব কাছ থেকেই কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের সঙ্গে বৈষম্যমূলক আচরণ এবং ইসরাইলের পক্ষে কাজ করার অভিযোগ উঠে। এরই মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ