Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে নেপালির মৃত্যুকে কেন্দ্র করে ভারত-নেপাল উত্তেজনা

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে এক নেপালির মৃত্যুকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল-এর সাথে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল। সীমান্ত সংলগ্ন কাঞ্চনপুরে অবৈধভাবে নির্মিত একটি কালভার্টকে কেন্দ্র করে সহিংসতায় এএসবি’র গুলিতে নেপালি ওই নাগরিক নিহত হয়। তবে, এসএসবি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। গণমাধ্যমে নেপালের সাগরিক হত্যার ঘটনা প্রকাশ হওয়ার পর এনিয়ে নেপালে উত্তেজনা দেখা দেয়। কাঠমান্ডুস্থ ভারতীয় দূতাবাসও নেপালি নাগরিক হত্যার এ অভিযোগ অস্বীকার করেছে। তবে, এক জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তাকে এ ঘটনার তদন্তের ভার দেয়া হয়েছে বলে দূতাবাস থেকে জানানো হয়। ওই নেপালি যে লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছে, তার ময়নাতদন্তের রিপোর্টও ভারতের কাছে আছে। খবরে বলা হয়, ভারতের সীমান্তরক্ষীরা খোলা গুলি চালালে একজন নেপালি নাগরিকের মৃত্যুসহ নেপালের আনন্দবাজার নামক স্থানের একটি সেতুর ক্ষতিসাধন হয়। এ ঘটনা নিয়ে স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ভারতের সীমান্তরক্ষী বাহিনী এ ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করেছে এবং নেপাল কর্তৃপক্ষের কাছে নিহতের একটি ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন চেয়েছে। মুখপাত্র আরো জানান, দু’দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়েছে এবং তারা পরিস্থিতি শান্ত রেখে পদক্ষেপ নিতে একমত হয়েছেন। তবে গত শুক্রবার আনন্দবাজারে নতুন করে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বড় একটি দল স্থানীয় সরকারের একটি কার্যালয়ে হামলা চালায় বলে জানান নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাল কৃষ্ণ পান্থি। রয়টার্স। টিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ