Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় মেয়াদে ইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড টাস্ক

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বদেশের তীব্র বিরোধিতা উপেক্ষা করে দ্বিতীয় মেয়াদে ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। গত শুক্রবার ২৭-১ ভোটে তিনি পরবর্তী আড়াই বছরের জন্য ২৮ সদস্যের কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে পোল্যান্ডের বর্তমান সরকারের তরফ থেকে তার বিরুদ্ধে স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। এ কারণেই দেশটি তার এ পদে পুনর্নির্বাচনের বিরোধিতা করে। তার বিপক্ষে ভোট দেয় কাউন্সিলের পোলিশ প্রতিনিধি। দেশটির প্রধানমন্ত্রী বিয়েটা সিজেলো টাস্কের এ পদে নতুন করে নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। পোলিশ রাজনীতিক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ২০১৪ সালে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হন। প্রথম মেয়াদে তার কর্মকাÐ নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়। অনেকেই মনে করেন, তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী থাকাকালে যেভাবে দেশ চালিয়েছেন, সেভাবেই কাউন্সিলের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। বিশেষত কাউন্সিল প্রেসিডেন্ট হয়েও পোল্যান্ডের জাতীয় রাজনৈতিক ইস্যুতেও তিনি ভূমিকা রেখেছেন। তবে অনেকেই মনে করেন, কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে তিনি বেশ সফল।পলিটিকো, দ্য ইকোনোমিস্ট, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ