Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশে ভুয়া কাউন্টার টেররিজম হয়েছে : রাশাদি

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের লক্ষেèৗয়ের রাষ্ট্রীয় ওলামা কাউন্সিলের সভাপতি রাশাদি মাদনি শুক্রবার সন্ত্রাস-বিরোধী বাহিনীর সমালোচনায় মুখর হয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের দোহাই দিয়ে ভুয়া সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালানো হয়েছে। আসলে, উত্তর প্রদেশের নির্বাচনের করনে ক্ষমতাসীন বিজেপি এ চালাকিটা করেছে, যাতে প্রতিপক্ষ মাঠে নামতে না পারে। তিনি বলেন, এছাড়া পুলিশ যে এক সন্দেহভাজনকে হত্যা করেছে, তাও মিথ্যা কথা। যে ছবিটি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায়Ñ আটককৃতদের ঘরের ভেতর থেকে গুলি করা হয়েছে, বাইরে থেকে নয়। আতএব, এটা যে ভুয়া এনকাউন্টার, তা প্রমাণিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ