মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার স্ত্রী ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প বেশি জনপ্রিয়? এমন প্রশ্নের উত্তর জানতে সম্প্রতি এক জরিপ করা হয়েছে। জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের চেয়ে বেশি জনপ্রিয় ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প। জরিপটি পরিচালনা করেন সিএনএন এবং ওআরসি। সেখানে দেখা যাচ্ছে, বর্তমানে আমেরিকানরা ৫২ শতাংশ পছন্দ করেন মেলেনিয়াকে, যা জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষিক্ত হওয়ার সময়ও ছিল ৩৬ শতাংশ। এদিকে জরিপে মেলেনিয়ার এগিয়ে যাওয়ার ফলে পিছিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের ১-৪ তারিখে জড়ো করা জরিপের এসব তথ্য সংগ্রহ শুরু হয় গত বছরের ফেব্রæয়ারিতে। সে সময় তার জনপ্রিয়তার হার ছিল ২৩ কি ২৪ শতাংশ। সে হিসেবে ধরা যায়, ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন তখন মেলেনিয়ার জনপ্রিয়তা ছিল বর্তমান জনপ্রিয়তার হারের অর্ধেকের কম। এদিকে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর খুব একটা মিডিয়ার সামনে আসছেন না মেলেনিয়া। নির্দিষ্ট কিছু অনুষ্ঠান ছাড়া তাকে দেখা যাচ্ছে না। সবশেষ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে হোয়াইট হাউজে একটি মধ্যাহ্ন ভোজে যোগ দেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।