Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডবিøউটিওর বিষয়ে মার্কিন মনোভাবের বিরোধিতায় চীন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধের সম্ভাবনা আবারো জোরালো হয়ে উঠছে। স¤প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিøউটিও) নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্র বাধ্য নয় বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এ আচরণের পর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে চীন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের এজেন্ডা-সংক্রান্ত এক বার্ষিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, আমেরিকানরা সরাসরি ডবিøউটিওর সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জোরালোভাবেই আমেরিকান সার্বভৌমত্ব রক্ষা করবে বলে জানিয়েছেন। বৈশ্বিক শৃঙ্খলা ক্ষুণœ করে হলেও যুক্তরাষ্ট্র তার স্বার্থ বজায় রাখবে, ডবিøউটিওর প্রতি হোয়াইট হাউজের সংশয় নতুন করে যুক্তরাষ্ট্রের সে ইচ্ছারই বহিঃপ্রকাশ ঘটাল। জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটি মূলত বিশ্বব্যাপী বাণিজ্য-সংক্রান্ত বিরোধ মীমাংসা করে থাকে। যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্যের শৃঙ্খলা না মানার মনোভাব নিয়ে গত বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সান জিউয়েন বলেন, এ মনোভাব থাকলে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা কেবল একটি ফাঁকা বুলিতে পরিণত হবে। এ অবস্থা চলতে থাকলে আমরা সবাই ১৯৩০ সালের বাণিজ্যযুদ্ধের মতো সেই একই পুরনো ফাঁদেই পড়ব। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ