Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সর্বোচ্চ মানবিক সংকটের মুখোমুখি বিশ্ব : জাতিসংঘ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষ কবলিত
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ বলছে, ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময়ে বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে। কারণ চলমান বিশ্ব পরিস্থিতিতে চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি এসে দাঁড়িয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন যে, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার আর খাদ্য অভাবের মধ্যে পড়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এতদিনে কখনো এত বেশি মানুষ এমন সংকটের মুখোমুখি হয়নি বলে উল্লেখ করা হয়। ওব্রায়েন আরও বলেন, যদি এখনি সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তাহলে এসব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন। কারণ দেশটির দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী, যাদের সংখ্যা ১ কোটি ৯০ লাখ সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। জাতিসংঘের এই সর্বশেষ সতর্কবার্তায় জানা যায়, এসব দেশে যে গভীর মানবিক সংকটের তৈরি হয়েছে, তা সামলাতে জাতিসংঘের পর্যাপ্ত রসদপত্র নেই। সংকট সামলাতে এখনি বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দিয়েছে সংস্থাটি। বিবিসি।



 

Show all comments
  • নাজমুল হাসান ১২ মার্চ, ২০১৭, ৩:০৬ এএম says : 0
    আপনারা কি হিসেব রাখার জন্য আছে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ