Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রতি বছর গড়ে ১শ’ সেনাসদস্য আত্মহত্যা করে

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে সেনাবাহিনীর মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েই চলেছে। ত্রমবর্ধমান হারে সে দেশের স্থলবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সে দেশের সামরিক সমীক্ষকেরা জানিয়েছেন, গড়ে বছরে ১ শত জন হত্যা করছেন। শুধু গত বছর ২০১৬ সালেই সোয়াশত জোয়ান আত্মহত্যা করে তাদের জীবননাশ করেছেন। এক সাক্ষাতকারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিনিধি সাবহান গত শুক্রবার এক সাক্ষাতকারে জানানা, গত বছর ১০১ জন সেনাসদস্য, ১৯ জন বিমানবাহিনী সদস্য ও ৫ জন নৌবাহিনী সদস্য আত্মহত্যা করেছে। প্রতিরক্ষা বিভাগের এই প্রতিনিধি আরো জানান, গত বছর এক জন সেনা তার ৩ জন পদস্থ সামরিক কর্মকর্তাকেও হত্যা করেছেন।
সামরিক প্রতিনিধি সূত্রে জানা যায়, এই নতুন বছরেও ইতোমধ্যে ১৩ জন সেনা জোয়ান আত্মহত্যা করেছেন। এইভাবে সামরিক বাহিনীর মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির কারণ হিসেবে গণ্য করা হয়েছে, সেনারা চাকরি সুবাদে অনেক দূরে অবস্থান করতে বাধ্য হন। সেখান থেকে তাদের পরিবার পরিজনদের খোঁজ খবর নেয়া তাদের পক্ষে সম্ভব হয় না। তাই তারা থাকে বিমর্ষ ও আশাহীন। আবার এমনও আছে, সেনা সদস্যরা উপযুক্ত বয়সে বিবাহ করতে পারেন না। তখন তারা সব ব্যাপারেই বেপরোয়া হয়ে যান এবং মানসিক বিপর্যের সঙ্গে লড়াই করতে থাকেন এক সময়ে এই লড়াইয়ে তারা বিজয়ী হতে চান নিজেকে হত্যা করার মধ্য দিয়ে। আত্মহত্যার কারণ হিসেবে আরো অনেক কারণ মনে করা হচ্ছে, যেমন, অনেক সময়ে সন্ত্রাস দমনের ব্যাপারে সেনাসদস্যদের নিয়োগ দেয়া হয় তখন তারা এমন রক্তাক্ত পরিস্থিতি সমলান এক সময়ে তাও তাদের মানসিক ও দৈহিক অবক্ষয়কে ডেকে আনে, হতাশায় ভোগেন আর তা হয়ে আত্মহত্যার একটি বিশেষ কারণ। টিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ