Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত সফর শেষ স্টার্কের

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চলমান ভারত সফরে বড় ধরনের একটা ধাক্কা খেল অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই টেস্টের জন্য পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মিশেল স্টার্ককে পাচ্ছেন না স্টিভেন স্মিথ। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দেশে উড়াল দিতে হচ্ছে ২৭ বছর বয়সী বাঁহাতি পেসারকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বেকলি বলেন, ‘বেঙ্গালুরু টেস্টে ডান পায়ে আঘাত পেয়েছিলেন স্টার্ক। তার পায়ে আমরা স্ক্যান করি এবং সেখানে চিড় ধরা পড়ে। এর অর্থ হল বাকি দুই টেস্টে আমরা স্টার্ককে পাচ্ছি না।’ স্টার্কের জায়গায় কে খেলবেন এ ব্যাপারে থেকে এখনো কিছু দলের পক্ষ জানানো হয়নি। তবে আগামী বৃহস্পতিবার থেকে রাঁচিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে দেখা যেতে পারে ব্যাকআপ ফাস্ট বোলার জ্যাকসন বার্ডকে। সিরিজে এখন ১-১ সমতা।
ম্যান ইউ’র হোঁচট
স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলর প্রথম লেগে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাশিয়ান ক্লাব রোস্তভের মাঠে ১-১ ড্র করে রেড ডেভিলরা। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু ফরাসি মিডফিল্ডার পল পগবা ডি বক্সের মধ্য থেকে জালে বল পাঠাতে ব্যর্থ হন। পরে অবশ্য হেনরিখ মিখিথারিয়ানের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে গোলমুখী ভয়ঙ্কর সব আক্রমণে ত্রাস ছড়ায় স্বাগতিকরাই বেশি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল শোধও দেন রোস্তভের আলেসান্দ্রা বুখারভ। হোঁচট খেলেও মূল্যবান অ্যাওয়ে গোল পাওয়ায় দ্বিতীয় লেগে ওল্ট ট্রাফোর্ডে এগিয়ে থেকেই মাঠে নামবে হোসে মরিনহোর শিষ্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ