নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা অজুহাত তো ছিলই, সাথে হাতের ইনজুরির কারণে বাংলাদেশ ও ভারত সফরে ছিলেন না অ্যালেক্স হেলস। প্রায় ৬ মাস পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে ফিরেই ২৮ বছর বয়সী ডানহাতি দারুণ এক শতকে বনে গেলেন জয়ের নায়ক। সাথে জো রুটের সেঞ্চুরিতে সফরের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিবিয়দের ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। সাথে সিরিজটাও তারা পকেটস্থ করেছে ৩-০ ব্যবধানে।
বারবাডোসে এই দুই সেঞ্চুরিয়ান মিলে দ্বিতীয় উইকেটে গড়েন ১৯২ রানের জুটি। ইংলিশরাও পেয়ে যায় ৩২৮ রানের বড় সংগ্রহ। ক্যারিয়ারের পঞ্চম শতকের দিনে ১০৭ বলে ৯ চার ও ৫ ছয়ে হেলস করেন ১১০ রান। জো রুটের ক্যারিয়ারের নবম শতকটি ছিল ১০৮ বলে ১০ চারে সাজানো। ২১৯ রানে হেলস আউট হওয়ার সময়ও ইয়ন মর্গ্যান বাহিনীর হাতে ছিল প্রায় ১৪ ওভার। কিন্তু স্লগওভারে বেন স্টোকসের ২০ বলে ৩৪ ছাড়া ব্যাটে তেমন ঝড় তুলতে পারেননি কেউই। অলআউট হলেও ঠিক ৫০ ওভারই ব্যাট করে সফরকারীরা। আলজারি জোসেপ ৪ উইকেট পেলেও গুনতে হয় ৭৬ রান, ৪১ রানে ৩ উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার।
জবাবে ক্রিস ওকস ও লেইম প্লাঙ্কেটদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। শেষ চার উইকেট জুটিতে আসে বিশোর্ধো তিনটি জুটি। নইলে আরো বড় লজ্জায় পড়তে হতে স্বাগতিকদের। সর্বোচ্চ ৪৬ রান আসে জোনাথন কার্টারের ব্যাট থেকে। ১৬ রানে ৩ উইকেট নেন ওকস, ২৭ রানে ৩ শিকার প্লাঙ্কেটের। ৩৫ রানে ২ উইকেট নেন স্টিভেন ফিন।
ইংল্যান্ড : ৫০ ওভারে ৩২৮ (হেলস ১১০, রুট ১০১, স্টোকস ৩৪; হোল্ডার ৩/৪১, জেসেফ ৪/৭৬)। ওয়েস্ট ইন্ডিজ : ৩৯.২ ওভারে ১৪২ (কার্টার ৪৬, জেসেফ ২২*; ফিন ২/৩৫, ওকস ৩/১৬, স্টোকস ১/২৭, প্লাঙ্কেট ৩/২৭)।
ফল : ইংল্যান্ড ১৮৬ রানে জয়ী। সিরিজ : ইংল্যান্ড ৩-০-তে জয়ী।
ম্যাচসেরা : অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)। সিরিজ সেরা : ক্রিস ওকস (ইংল্যান্ড)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।