Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ লঙ্কানদের হারাতেই হবে

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচ খেলতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সকাল সোয়া ৯টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে জয় না পেলে লাল-সবুজদের লড়তে হবে সপ্তমস্থান নির্ধারনী ম্যাচে। এদিন সকাল সাড়ে ১১টায় অন্য স্থান নির্ধারনী ম্যাচে ঘানার মুখোমুখি হবে ফিজি। এ দুই ম্যাচের বিজয়ীরা আগামীকাল মুখোমুখী হবে পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে। স্থান নির্ধারনী ম্যাচ ছাড়াও আজ টার্ফে গড়ারে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল। একই ভেন্যুতে দুপুর পৌনে দু’টায় শেষ চারের প্রথম লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী মিসর ও মালয়েশিয়া। বিকাল চারটায় দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী চীনের প্রতিপক্ষ ওমান।
বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের চার ম্যাচে বাংলাদেশের খেলা দেখে অনেকটাই মুষড়ে পড়েছেন দেশের হকিপ্রেমীরা। বিশেষ করে গ্রুপ পর্বে ওমানের কাছে হার এবং কোয়ার্টার ফাইনালে মিসরের বিপক্ষে জিমি বাহিনীর নাস্তানাবুদ হওয়ার দৃশ্য কেড়ে নিয়েছে সব উদ্দীপনা। ঘরের মাঠে যে আমেজে শুরু হয়েছিলো টুর্নামেন্টটি। সেই আমেজ এখন আর নেই। নির্বাচক ও কোচের পারস্পরিক দ্বন্দ্বে মাশুল গুণতে হচ্ছে দেশের হকিকে। তাই বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের সব আশা ভেস্তে গেছে বাংলাদেশের। জিমিদের স্বপ্ন ভেঙ্গে গেছে। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখন স্বাগতিকদের খেলতে হচ্ছে স্থান নির্ধারনী ম্যাচ! অথচ আট দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ‘এ’ পুলের তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতলেই কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ঘানাকে পেত বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বে ওমানের কাছে হেরেই সব স্বপ্ন ভেঙ্গে যায় জিমিদের। যে কারণে শেষ আটে শক্তিশালী মিসরকে পায় তারা। টুর্নামেন্টে স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মিসরের কাছে হেরে যায় তারা। ম্যাচে মিসরীরা ৫-১ গোলে বাংলাদেশকে হারিয়ে হতাশায় ডুবায় লাল-সবুজের হকিপ্রেমীদের। তবে সব আশা ভেস্তে গেলেও স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশের জার্মান কোচ অলিভার কার্টজ। তিনি বলেন, ‘আমরা এখন শ্রীলংকা ম্যাচের দিকেই মনযোগ দিতে চাই। আক্রমণভাগ এবং পেনাল্টি কর্নারের দুর্বলতা কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা করি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ