Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও হাবিব-উন-নবী সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি -স্বেচ্ছাসেবক দল

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার হাবিব-উন-নবী সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কাযালয়ের সামনে থেকে শুরু হয়েছে কাকরাইল হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে এ সংগঠনটি।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার এবং ঢাকা মহানগর বিএপির সদস্য সচিব হাবিব-উন-নবী সোহেলের কারাগার ফটকে আটকের প্রতিবাদের সারাদেশে এ কর্মসূচি পালিত হয়।
মিছিল শেষে স্বেচ্ছাসেবক দলে সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সহ-সভাপতি গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ কেন্দ্রীও মহানগরে বিভিন্ন পর্যায়ের নেতারা। স্বেচ্ছাসেবক দলে সভাপতি শফিউল বারী বাবু বলেন, অবিলম্বে দেশন্ত্রেী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় দায়েরকৃত চার্জশিট প্রত্যাহার ও হাবিব-উন-নবী সোহেলের নিঃশর্ত মুক্তির দাবি করেন। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ